ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

ফেনীতে গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি ৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৩:০৭ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার

ফেনীর দাগনভূঞায় গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দাগনভূঞার মাছিমপুর গ্রামের কোহিনুরকে বেশ কিছুদিন ধরেই সাইফুল ইসলাম উক্ত্যক্ত করছিল। গেলো সোমবার সকালে কোহিনুরের ছবিসহ অশ্লিল গালমন্দ রেকর্ড করে তা ফেইসবুকে পোস্ট করে সাইফুল। ঘটনাটি জানার পর অপমান সহ্য করতে না পেরে মঙ্গলবার দুপুরে আত্মহত্যা করে সে। এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কোহিনুরের ভগ্নিপতি শাহজাহান দাগনভূঞা থানায় ৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। এদিকে ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছে।