ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মেডিকেল টেকনোলজিষ্টদের কর্মবিরতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)এর আহ্বানে ৬ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জরুরি সেবা কার্যক্রম দুই ঘণ্টা রেখেছেন। কর্মবিরতির কর্মসূচি পালনকালে তারা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে সমবেত হয়ে দাবির সপক্ষে সমাবেশ করেন। 

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতার কারনে মেডিকেল টেকনোলজিষ্টরা কর্মবিরতির কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে। তারা অভিযোগ করে বলেন গত ৩ মাস যাবৎ বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিষ্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিষ্টকে নির্বাহী আদেশে এডহক ভিত্তিতে অবিলম্বে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিষ্টদের নতুন পদ সৃষ্টি, চাকুরির শুরুতে মেডিকেল টেকনোলজিষ্টদের দশম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ, স্বেচ্ছাসেবক/অস্থায়ী/মাস্টাররোল এর মাধ্যমে মেডিকেল টেকনোলজিষ্ট পদে নিয়োগ বন্ধকরণ, সুপ্রিমকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিষ্টের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া  মেডিকেল টেকনোলজিষ্টের নিয়োগপত্র বাতিলকরণ এবং অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা সত্ত্বেও স্বাস্থ্য বিভাগ দাবি বাস্তবায়নে কোন উদ্যোগ গ্রহণ করেন নাই। 

তারা আরও অভিযোগ করেন দাবি বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর আন্তরিক তো নয়ই, উপরন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কতিপয় বিতর্কিত সিদ্ধান্তের কারণে মেডিকেল টেকনোলজিষ্টরা  ক্ষুব্ধ হয়ে কর্মবিরতি কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহবান জানান।

কর্মবিরতির কর্মসূচি পালনকালে হাসপাতালগুলোতে প্যাথলজিক্যাল, ব্লাড ব্যাংক, রেডিওলজিক্যাল, ফিজিওথেরাপি, ডেন্টাল, রেডিওথেরাপি  বিভাগের রোগীদের পরীক্ষানিরীক্ষা ও স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যহত হয়। করোনা পরীক্ষানিরীক্ষার পিসিআর ল্যাব কর্মবিরতির আওতায় থাকার কারণে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষায় প্রভাব পরলেও সীমিত আকারে জরুরী সেবা চালু ছিলো।

কর্মবিরতি সফলভাবে পালন করায় দেশের সকল মেডিকেল টেকনোলজিষ্টকে ধন্যবাদ জানিয়ে বিএমটিএ'র সভাপতি আলমাছ আলী খান এবং মহাসচিব মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্য বিভাগ অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না করলে আগামী বুধবার সকল সরকারি হাসপাতাল/চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে জরুরী সেবা কার্যক্রম অব্যাহত রেখে সকাল ১০ঘটিকা থেকে বেলা ১ ঘটিকা পর্যন্ত ৩ ঘন্টার কর্মবিরতির কর্মসূচি পালিত হবে।

আরকে//