শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে না জড়ায় সেদিকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৩:২১ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৩:২১ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার
শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে না জড়ায়, তারা যেন আত্মঘাতি না হয়; শিক্ষক অভিভাবকদের সেদিকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাতিষ্ঠানিক নজরদারি বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি। সকালে মেধাবি শিক্ষার্থীদের ’প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি’র উদ্যোগে এবার মোট ২’শ ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হলো প্রধানমন্ত্রী স্বর্ণপদক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৩ ও ১৪ সালে পদক অর্জনকারী এই কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যে দক্ষ ও উদ্ভাবনী জনশক্তি দরকার তা দেশেই সৃষ্টি করতে সব ধরণের প্রচেষ্টা সরকার অব্যহত রেখেছে। বিশ্বপ্রতিযোগিতায় নিজের দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে না জড়ায় সেদিকে সতর্ক থাকতে ও নজরদারি বাড়াতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের হাতে কারা অস্ত্র তুলে দিচ্ছে বা কারা প্ররোচনা দিচ্ছে তাদের খুঁজে বের করারও তাগিদ দেন তিনি।
মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।