ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ,মাস্ক ও গাছের চারা বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

যশোরের শার্শার দেশসেরা উদ্ভাবক ও মোটর মেকানিক  হেলপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে দেশ বিদেশে করোনাভাইরাসের রোগমুক্তি কামনায় এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ, খাদ্য, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

শুক্রবার দুপুর ১টায় তিনি যশোরের ঝিকরগাছার নবীনগর দাখিল মাদ্রাসার এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ, মাস্ক, দুপুরের খাবার ও গাছের চারা বিতরণ করেন।

দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, আজ আমি এই এতিম ছোট ছোট ভাইদের জন্য পবিত্র কোরআন শরীফ, খাবার, মাস্ক ও গাছের চারা বিতরণ করেছি। বৈশ্বিক মহামারী এদেশে যতদিন থাকবে ততদিন এই সকল এতিমদের মাঝে খাদ্য বিতরণ করে যাবো। মানুষের জন্যই মানুষ। এ সকল মাদ্রাসার এতিমদের খাবার দিতে আমার ভালো লাগে। মানুষের বিপদে মানুষের কল্যানে সবসময় নিজেকে পাশে রাখতে চাই এতে সবার সহযোগিতা কামনা করি।

তিনি আরও বলেন, খুব শীঘ্রই আমি একটি ফ্রি খাওয়ার হোটেল খুলবো যেখানে এতিম, গরীব, অসহায়, প্রতিবন্ধীদের জন্য। এছাড়াও পশু পাখিদের খাবারের ব্যবস্থা অব্যাহত থাকবে। এসব কাজে সার্বিক সহযোগিতা করছেন শার্শা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী, ফেসবুক ফ্রেন্ডস ও বাদল নার্সারীর মালিক বাদল হোসেন। 
কেআই/