টেকনাফ থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৩০ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার
টেকনাফের শামলাপুর থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শামলাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলমকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় ৮টি দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড গুলি । আটক নুরুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ৫টি মামলার আসামি সে।