ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষিকা নিহত

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সকালে শাহ আমানত সেতুর সামনে রাস্ত পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সাকেরা বেগমের মৃত্যু হয়। নিহত সাকেরা বেগম চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি ।