ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

চট্টগ্রামের খুলশী এলাকায় দখলে থাকা দশ একর জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার

চট্টগ্রামের খুলশী এলাকায় দখলে থাকা দশ একর জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে এই অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। এসময় তার সাথে ছিল রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীসহ নগর পুলিশের শতাধিক সদস্য। দীর্ঘদিন ধরে রেলের জমি অবৈধভাবে দখল করে প্রভাবশালী মহল সেখানে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। রেলের জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।