ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে  নিহত ২ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ১১:২১ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর সপুরা এলাকার আলিফ-লাম-মীম ভাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ বলেন,রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাস ও অটোরিকশা শহরের দিকে যাচ্ছিল। এসময় আলিফ-লাম-মীম ভাটা মোড়ে বাসটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। এতে আহত হন ৪ জন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সাড়ে ৯টা পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের একজন নারী একজন পুরুষ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কেআই/