ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন করোনাক্রান্ত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯২ জনে। নতুন ০১জনসহ  এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮৪ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ০৩ জন। শুক্রবার রাত নয়টায়  সিভিল সার্জন  কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে,, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জনের  করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত  ১৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ০৬জন,আলমডাঙ্গা উপজেলায় ০৬জন ও দামুড়হুদা উপজেলায় ০২জন। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও  প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 
জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। যেখানে ১০২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, এর মধ্যে ৬৯ জনই সুস্থ হয়েছেন। প্রাণ গেছে ০১জনের। 

আলমডাঙ্গায় আক্রান্ত ৭৮ জনের মধ্যে সুস্থ ৪২ জন, দামুড়হুদায় ৮২ জন আক্রান্তে ইতিমধ্যেই ৫১ জন বেঁচে ফিরেছেন ও মারা গেছে ০২ জন।  জীবননগর উপজেলায় করোনার শিকার ৩০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩জন। গত ১৯ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন আলমডাঙ্গা উপজেলার ইতালিফেরত এক যুবক।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। 

আরকে//