ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

রাজধানীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ২২ মার্চ ২০১৭ বুধবার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। রাজধানীর নাজিমউদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারে আগামী ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে এ প্রদর্শনী। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা শিরোনামে এ আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পাবে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের মুক্তিযুদ্ধ সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে লেখা আত্মজীবনীর বিভিন্ন আলোকচিত্র। কেন্দ্রীয় কারাগারের যমুনা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক। এ প্রদর্শনীতে ১৭১ টি  ছবির মধ্যে বাঙালীর স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও ঐতিহাসিক ঘটনাই তুলে ধরা হবে। প্রদর্শনীতে প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ১শ টাকা। এ অর্থ দিয়ে কারাগারের আমদানী সেলের চারটি কক্ষে বায়ান্ন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দূর্লভ আলোকচিত্র নিয়ে তিনটি গ্যালারী নির্মাণ করা হবে।