ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

নওগাঁয় ৩২৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদকব্যবসায়ী আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার | আপডেট: ০৪:৩০ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

নওগাঁর মহাদেবপুর ও ধামইরহাট থেকে ৩২৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও বিজিবি। 

রোববার সকাল ৮টার দিকে মহাদেবপুর থানা পুলিশ উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের সামনে একটি ব্যাটারী চালিত ইজিবাইক থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ সদরের দুলালপাড়ার কৃষ্ণ চন্দ্র মহন্তের ছেলে অমিত কুমার মহন্ত (৩০) ও সিএনজি চালক ভীমপুর ইউনিয়নের পাতনা গ্রামের মৃত. খবর আলীর ছেলে ফেরদৌস আলমকে (৩৮) আটক করে। 

এদিকে নওগাঁ ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের বস্তাবর বিওপির নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা একইদিন সকাল ১০টার দিকে ধামইরহাট টুটিকাটা নামকস্থানে একটি পুরাতন ভটভটি তল্লাসী চালিয়ে খড়ের ভেতর অভিনব পন্থায় বস্তায় সাজিয়ে রাখা ১৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ওই দিন দুপুরে পাগলদেওয়ান বিওপির নায়েব সুবেদার মো.ইদ্রিস আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা কমরপুর গ্রামে অভিযান চালিয়ে আরো ৩৫ বোতল ফেনসিডিল আটক করে। ওই তিনটি ঘটনায় মহাদেবপুর ও ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
কেআই/