ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মা-কে হারানো সেই শিশুর পাশে জেলা প্রশাসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ১২:০৩ এএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সড়কে গত ২৩ জুন রাতে ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মোট ৪ জন নিহত হয়। সে দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী শিশু রহিমুল্লাহ তার মাকে অকালে হারালেও অলৌকিকভাবে বেঁচে যায় সে। 

এসময় ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও অধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন এবং চিকিৎসাবাদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন। 

রোববার জেলা প্রশাসক পুনরায় ওই শিশুটির খোঁজখবর নিতে তার বাড়ি বালিয়াডাঙ্গীর পাড়িয়া গ্রামে যান এবং তার বাবার সাথে কথা বলেন। এসময় জেলা প্রশাসক শিশু রহিমুল্লাহর পড়ালেখা চালানোর প্রয়োজনীয় উদ্যোগ নিতে তার দরিদ্র বাবাকে পরামর্শ দেন এবং তার পড়ালেখা খরচ বহনের জন্য একটি গাভী, ৪টি ছাগলসহ নগদ অর্থ প্রদান করেন। তিনি প্রদানকৃত গরু,ছাগলগুলো লালন-পালনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে শিশু রহিমুল্লাহ পড়ালেখার প্রয়োজনীয় খরচ চালানোর পরামর্শ দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেআই/