ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

জুলাইতে রেলে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

চলতি জুলাই মাসের মধ্যেই বাংলাদেশ রেলওয়েতে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ)।

সোমবার (১৩ জুলাই) রেলপথ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। 

রেল সূত্র জানায়, রেলওয়েতে ইঞ্জিন সংকট থাকায় ১০টি ব্রডগেজ ইঞ্জিন আনার উদ্যােগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ভারত থেকে এ ইঞ্জিনগুলো আনা হচ্ছে। চলতি জুলাই মাসের মধ্যে ইঞ্জিনগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। 

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ব্রডগেজ ইঞ্জিনগুলো আসার নির্দিষ্ট দিন বলতে পারছি না। তবে ২০ জুলাইয়ের পর যেকোনো দিন ইঞ্জিনগুলো ভারত থেকে দেশে আসবে। জুলাইয়ের মধ্যে  সেগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। 
এসএ/