ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

যমুনায় আবারও বিপদসীমার উপরে পানি, দুর্ভোগে দেড় লাখ মানুষ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:১১ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সিরাজগঞ্জে গত চারদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে দ্বিতীয় দফায় আবারও বিপদসীমা অতিক্রম করেছে। ফলে, জেলার বন্যাকবলিত অন্তত দেড় লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে আজ সোমবার সকাল থেকে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এমন অবস্থায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দিন দিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

প্রায় ২২ দিন যাবৎ জেলার যমুনা নদী অববাহিকার বন্যাকবলিত পাঁচ উপজেলা কাজিপুর, সিরাজগঞ্জ, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের ১ লক্ষ ৬০ হাজার ভানবাসি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। করোনা দুর্যোগের মাঝে একটানা বন্যা ও বৃষ্টিতে আরও হতাশায় ফেলেছে তাদের।

এআই//এমবি