ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

অনুশীলনে প্রস্তুত সিলেট ও খুলনা স্টেডিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

করোনাকালে বন্ধ ক্রিকেট। তবে মাঠের পরিচর্যার কাজ থেমে নেই। দেশের দুটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু সিলেট-খুলনা স্টেডিয়ামকে খেলোয়াড়ারদের অনুশীলন উপযোগী করা হয়েছে। 

ইতিমধ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম খেলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে খুলনা স্টেডিয়ামের আউট ফিল্ডও ঠিকঠাক হয়েছে। অনুমতি পেলে পিচও খেলার উপযোগী করা যাবে বলে মনে করছেন কর্মকর্তারা।

বিসিবির পরিচালক শেখ সোহেল বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন মাঠকর্মীরা। অনুশীলনের অনুমতি পেলে আউট পিচ খেলার উপযোগী করতে দুয়েক দিন সময় লাগবে। তবে সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ভাবছে বিসিবি।’

অন্যদিকে সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ একে এম মাহমুদ ইমন বলেন, সংক্রমণ শুরুর পর থেকে সিলেট স্টেডিয়ামে বন্ধ ক্রিকেট। তবে মাঠ পরিচর্যা থেমে থাকেনি। মাঠের ঘাস কাটা, পানি ছিটানো, গ্যালারী পরিস্কার করার কাজ অব্যাহত রয়েছে। সিলেট স্টেডিয়ামে বড় ধরনের কোন সংস্কারের প্রয়োজন নেই বলে জানান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু দুটির আউটফিল্ড, মুল পিচসহ সব কিছুই প্রস্তুত করা হয়েছে। অনুশীলন শুরু করতে বিসিবির অনুমতির অপেক্ষায় খেলোয়াড়রা।

এএইচ/এমবি