ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সাহেদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে নজরদারি বৃদ্ধি

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কেলেঙ্কারির মূলহোতা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে। 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো জানান, ‘করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রয়েছে, যার কারণে এই পথ দিয়ে কেউ যাতায়াত করতে পারবে না এটি নিশ্চিত। এছাড়াও হিলি সীমান্তে আমাদের নজরদারি রয়েছে। যার কারণে এই পথ দিয়ে অবৈধপথে কারো পারাপারের সুযোগ নেই।’

এর আগে সাহেদের বিরুদ্ধে মামলা থাকায় এই পথ ব্যবহার করে যেন ভারতে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দায়িত্বরতদের নির্দেশনা পাঠায় বলে জানা গেছে। 

সে মোতাবেক সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে করোনার কারণে আগে থেকেই এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদেরও যাতায়াত বন্ধ রয়েছে।

এআই/এমবি