ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

মার্কিন চাপের কাছে নতিস্বীকার না করার ঘোষণা ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি- সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি- সংগৃহীত

ইরান কখনোই মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবে না। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে আরও বলেন, ‘জ্বালানি তেলের ওপর নির্ভরতা ছাড়াই ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে, মুদ্রাস্ফীতি কমেছে। এসবই হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা ও করোনা ভাইরাসের মধ্যে। ইহুদিবাদী ইসরাইল, এই অঞ্চলের কিছু দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চরমপন্থিরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র চালিয়ে ওয়াশিংটনকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে গেছে।’ খবর পার্স টুডে’র।
 
তিনি বলেন, ‘পরমাণু সমঝোতা সই করে ইরান নিজেকে শান্তিপূর্ণ হিসেবে প্রমাণ করেছে, অপপ্রচার নস্যাৎ করেছে এবং নিরাপত্তা পরিষদকে বাধ্য করেছে অন্যায় ইশতেহারগুলো বাতিল করতে।’ মার্কিন ষড়যন্ত্র সত্ত্বেও ইরান পরমাণু সমঝোতা রক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন।

ড. রুহানি ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দিয়ে বলেন, ‘তেহরান এ সংক্রান্ত তৎপরতা মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রুহানি সতর্ক করে বলেন, বর্তমানে পরমাণু সমঝোতায় যেসব দেশ রয়েছে তারা তা মেনে না চললে আন্তর্জাতিক বহুপাক্ষিকতাবাদ ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে সবাই ক্ষতির শিকার হবে।’

এমএস/