ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

রাঙামাটিতে সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্প এবং আর্ট এক্সিভিশন

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৫০ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

রাঙামাটিতে সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্প এবং আর্ট এক্সিভিশন শুরু হয়েছে।

মঙ্গলবার সকালের রাঙামাটি সদর উপজেলা মগবান ইউনিয়নের রাইন্যা টগুন ইকো রিসোর্স সেন্টারে এর উদ্ধোধন করেন শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা। বিজু, সাংগ্রাইং, বৈসুক উৎসব উপলক্ষে এ আর্টক্যাম্প ও আর্ট এক্সিভিশনের আয়োজন করা হয়। ক্যাম্পে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও চিত্র শিল্পীরা অংশ নিচ্ছেন।