ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

স্বাভাবিক শিশুর মতো ডাউন সিনড্রোম শিশুদের লালন পালন

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:০৮ এএম, ৮ এপ্রিল ২০১৭ শনিবার

স্বাভাবিক শিশুর মতো ডাউন সিনড্রোম শিশুদের লালন পালন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

মঙ্গলবার সকালে বিশ্ব সিনড্রোম দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, এসব শিশুরা সমাজে অবহেলিত। জাতীয় পর্যাযে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের সামাজিক মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ারও আহ্বান জানান তিনি। এর আগে, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভাযাত্রা বের করা হয়।