ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীপুরে শতবর্ষী গাছ কর্তন, এলাকাবাসীর ক্ষোভ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২২ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর গ্রামে শতবর্ষী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, আতিকুল্লাহ বাবুল নামের ওই প্রভাবশালী ইউনিয়ন পরিষদ ভবনের পাশে পুকুর ভরাট করেছে। শুধু তাই নয়,  প্রভাব খাটিয়ে হিন্দু নিতাই মাস্টারের বাড়ি দখল ও পুকুর ভরাট, মুক্তিযোদ্ধা হাসমত আলী বাবা-মার কবরস্থানে শত শত কাঁঠাল, সেগুন ও মেহগনি গাছ কেটে স্থাপনা নির্মাণ ও স্থানীয় মজিবুর, লিটন, জলিলদের ভূমি থেকেও গাছ কেটে নিয়ে যান। এ ঘটনায় গাজীপুর আদালতে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী অ্যাডভোকেট মিজান সরকার বলেন, ‘আমাদের বাপ দাদার সম্পত্তিতে লাগানো শতবর্ষী কাঁঠাল গাছসহ প্রায় ২৫টি গাছ কর্তন করে প্রতিপক্ষ আতিকুল্লাহ বাবুলসহ কিছু দুস্কৃতিকারী।’

ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আতিকুল্লাহ বাবুল স্থানীয় প্রভাবশালী হওয়ায় এলাকার জনগণ ভয়ে চুপ থাকেন। এছাড়া অভিযুক্ত আতিকুল্লাহ বাবুলের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধা পরিবারের গাছ কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। 

এদিকে, গাছ কাটায় প্রতিবাদ করায় ভুক্তভোগী অ্যাডভোকেট মিজান সরকারের বাবা আব্দুর রউফ সরকারকে রাজাকার বলে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ আতিকুল্লাহ বাবুল।

এ বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা হাসমত আলী বলেন, ‘আমি  একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধকালীন সময়ে আব্দুর রউফ সরকারের বাড়িতে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য রান্না তৈরি করা হতো। ১৯৭৩ সালে আব্দুর রউফ সরকারকে আমরা চেয়ারম্যান বানিয়েছি। আব্দুর রউফ সরকার যদি রাজাকার হতো তাহলে আমরা কেন তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাই।’

অন্য মুক্তিযোদ্ধা কপিল উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধ চলাকালে আব্দুর রউফ সরকারের বোনের বাড়িতে আমরা ৪৫ জন মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছি এবং তাদের ঘরে আমরা খেয়েছি। আজকে যারা তাকে রাজাকার বলে তারাই ছিল রাজাকারের বংশধর। অথচ আতিকুল্লাহ বাবুলের দাদাই ছিল তখন শান্তি কমিটির সভাপতি। তাই এ ধরনের প্রশ্ন তুলে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে তাদের আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন ‘ঘটনার তদন্ত সাপেক্ষে অতি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

এআই/এমবি