ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

রাজবাড়ীতে করোনায় ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

রাজবাড়ী করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হল মোট ৭ জনের। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৩ জন। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮০ জনে। সুস্থ হয়েছে ৩৯১ জন।
 
গত ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের ৮৮ জনের নমুনা পাঠিয়ে নতুন ২৩ জনের করোনা আক্রান্ত শনাক্তের ফলাফল রাজবাড়ীতে আসে। এদের মধ্যে সদর উপজেলায় ৮ জন,পাংশায় ৬ জন,বালিয়াকান্দিতে ৫ জন, গোয়ালন্দে ৩ জন এবং কালুখালীতে ১ জন শনাক্ত হয়।

করোনা আক্রান্তের সংখ্যা সদর উপজেলায় সবচেয়ে বেশি। তবে করোনা থেকে চিকিৎসা সেবা নিয়ে ভালো হয়েছে ৩৯১ জন। যা আক্রান্তের অর্ধেকেরও বেশি। আক্রান্ত ৩৬ জনকে রাজবাড়ীর সদর হাসপাতালের ডেডিকেটিড কোভিড ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনায় চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ জন। তবে করোনা থেকে মুক্ত হয়েছে এ পর্যন্ত ৩৯১ জন।
কেআই/