রাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার উপরে প্রবাহিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫২ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

রাজবাড়ীর পদ্মার পানি বিপদ সীমার ৮৩ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে ২৫সেন্টি মিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানান রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।
এদিকে পানি বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবাহের কারনে প্লাবিত হয়েছে পদ্মা নদী তীরবর্তী বাঁধের বাইরের নিন্মাঞ্চল। এতে ফসলি জমির ফসল তলিয়ে গেছে,তলিয়ে গেছে রাস্তা ঘাট। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। জনসাধারনের চলাচলে সমস্যা হচ্ছে। কষ্টে জীবনযাপন করছেন নিন্মাঞ্চলে বসবাসরত মানুষ।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপল কৃষ্ণ দাস জানান,নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারনে নিন্মাঞ্চলে আবাদী জমির পাট ২২৪ হেক্টর ,বোনা আমন ৫৯ হেক্টর, বোনা আউশ,৮১ হেক্টর, তিল,১৩ হেক্টর,সবজি ১৮ হেক্টর এবং ধানের বীজতলা আধা হেক্টর বা ১৩০ বিঘা পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে জেলার ৩৯৫ হেক্টরেরও বেশি জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
কেআই/