ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

সৌদির জেদ্দা থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

বৈশ্বিক মহামারি করোনায় সৌদি আরবে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি জেদ্দা থেকে দেশে ফিরেছেন। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

জানা গেছে, আটকা পড়া এসব বাংলাদেশি ফ্লাইট চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।  

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। তবে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

এর আগে গত ১ জুলাই সৌদি আরবের জেদ্দা থেকে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইট ৪১৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এএইচ/