ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

জাতীয় রোটটিক্স প্রতিযোগিতা রোবলিউশন ২০১৭ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৫ এপ্রিল ২০১৭ বুধবার

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির উদ্যোগে জাতীয় রোটটিক্স প্রতিযোগিতা রোবলিউশন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মিরপুর সেনানিবাসে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, রোবলিউশন বিজ্ঞানমনা যুবকদের জন্য একটি প্লাটফর্ম; যাতে তাদের দক্ষতা প্রয়োগ করা সম্ভব। মন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে রোবটিক্সের গুরুত্ব উপেক্ষা করা যাবে না। দেশের ৭ বিভাগের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩শ’ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।