ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

ভারতের সেনাবাহিনী প্রধান ও রাষ্ট্রপতির সাক্ষাৎ

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৫ এপ্রিল ২০১৭ বুধবার

ভারতের সেনাবাহিনী  প্রধান জেনারেল বিপিন রাওয়াত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে দেখা করেছেন।

শনিবার বঙ্গভবনের এই সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান ৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যান। এসময় তারা দু-দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন। তিনদিনের এই রাষ্ট্রীয় সফরে বিপিন রাওয়াত দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও। এছাড়াও তিনি তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথেও সৌজন্য সাক্ষাত করবেন।