ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

করোনা মহামারীতে বাহরাইনে মসজিদ বন্ধ অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

(গলফ নিউজ)

(গলফ নিউজ)

কোভিড-১৯ মহামারীর সময়ে প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে মসজিদে জামায়েতে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটির সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী করোনা সংক্রমণের সংখ্যা পর্যাপ্ত পরিমাণ না কমা পর্যন্ত মসজিদে জামায়েতে নামাজ আদায় বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর গলফ নিউজ’র। 

বাহরাইনের দ্য দুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের পক্ষ থেকে বলা হয়, জনগণের উচিৎ এই বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে পরিবার ও দেশের কথা ভেবে সর্বোচ্চ দায়িত্ববোধকে জাগ্রত করা এবং গুরুত্বসহকারে প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলা।

উল্লেখ্য, গত ২৩ মার্চ সন্ধ্যা থেকে বাহরাইনে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪ জন। মারা গেছেন ১২৩ জন। 

এমএস/