ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

নারীর ক্ষমতায়নে সংসদে আসন বাড়ানোর তাগিদ

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৫ এপ্রিল ২০১৭ বুধবার | আপডেট: ১২:১৬ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার

নারীর ক্ষমতায়নে সংসদে আসন বাড়ানোর তাগিদ দিয়েছেন আইপিইউ সম্মেলনে আসা বিভিন্ন দেশের নারী সংসদ সদস্যরা। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ ¯ম্মলন শুরুর আগে ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ান শীর্ষক বৈঠকে বাল্য বিবাহ বন্ধে করণীয় নিয়েও আলোচনা করেন নারী এমপিরা। সন্ধ্যায় পাঁচ দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারীর ক্ষমতায়নে ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ান শীর্ষক বৈঠক।

আলোচনায় অংশ নিয়ে আলোচকরা জানান, বর্তমানে বিশ্বব্যাপী সংসদে ২৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব আছে। গত বছর যা ছিলো ২২ শতাংশ। সংসদে নারীর অংশগ্রহণ আরো বাড়ানোর তাগিদ দেন তারা।

লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়নের সাথে সাথে টেকসই উন্নয়নে কিভাবে সহায়তা করবে, বাল্য বিবাহ বন্ধে কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারেও বিভিন্ন দিকনির্দেশনা উঠে আসে বৈঠক থেকে।

বাংলাদেশের ইতিহাসে এটা-ই সবচে বড় আন্তর্জাতিক সম্মেলন। ১’শ ৩১ দেশের ১৩’শ ৫৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছে। সম্মেলন সফল করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে জানান আইপিইউ চেয়ারম্যান।

পাচদিনের এ সম্মেলনে বিভিন্ন বিষয়ে বেশ কিছু সেশনে অংশ নেবেন বিভিন্ন দেশ থেকে আসা সংসদ সদস্যরা।