শেরপুরে ভাষা সৈনিকের নামে হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী, প্রয়াত অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান ও তাঁর সদ্য প্রয়াত সহধর্মিনী সালেহা বেগমের নামে হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা শহরের মধ্য শেরী মহল্লায় এ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক।
ভাষা সংগ্রামী সৈয়দ আব্দুল হান্নানের বড় ছেলে প্রকৌশলী আব্দুস সবুর তাপস এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, বিএমএ সভাপতি ডা. আব্দুল বারেক তোতা, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী উপস্থিত ছিলেন জেলা শহরের বিশিষ্টজনরা।
আবেগঘন বক্তব্যে অধ্যক্ষ হান্নানের ছেলে তাপস বলেন, আমার প্রয়াত বাবা মৃত্যুর আগে অসহায় মানুষের সেবায় তার ৪৫ শতক জমিতে একটি হাসপাতাল নির্মাণের কথা বলে যান। তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিবারের পক্ষ থেকে সৈয়দ আব্দুল হান্নান-সালেহা বেগম মেমোরিয়াল হাসপাতাল নির্মান করা হচ্ছে। তিনি বলেন,সারাজীবন আমার বাবা শিক্ষার জন্য নিরলসভাবে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাক্ষ্য দিয়েছেন। এমন বাবার সন্তান হতে পেরে আমরা গর্ববোধ করি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক বলেন, অধ্যক্ষ সৈয়দ হান্নান আমার শিক্ষক ছিলেন। তারমতো অমায়িক মানুষ আজকাল দেখা যায় না। ভাষা সংগ্রাম, মুক্তিযুদ্ধে তিনি অবদান রেখেছেন। অনেক কষ্ট করে তিনি শেরপুর সরকারী কলেজ দাঁড় করিয়েছেন। আমাদের তিনি পুত্র স্নেহ দিয়েছেন। তাঁর মত শিক্ষক পেয়েছিলাম বলেই আজ আমরা বড় হতে পেরেছি। এত বিনয়ী মানুষ এ যুগে বিরল। কোনদিন রাগ করে কথা বলেননি হান্নান স্যার। তাঁর নামে হাসপাতাল উদ্বোধন করতে পেরে আমি গর্বিত।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন মরহুম সৈয়দ আব্দুল হান্নান এর বাড়ীর সামনের সড়কটি তার নামানুসারে করার ঘোষণা দেন।
কেআই/