ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত নারীর ৩ লাখ টাকার ঋণ মওকুফ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত আড়ানগর-ইসবপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সেলিনা খাতুনের ৩ লাখ ৭৬ হাজার টাকা গৃহিত ঋণ মওকুফসহ সঞ্চয়ের আরও ৫ হাজার টাকা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় বন্ধন নামে বেসরকারী একটি উন্নয়ন সংস্থা।

রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে মৃত সেলিনা খাতুনের স্বামী মোজাফফর রহমানের নিকট ঋণ মওকুফের চিঠি ও সঞ্চয়ের নগদ টাকা তুলে দেন বন্ধনের এরিয়া ম্যানেজার মকবুল হোসেন। 

এসময় ব্রাঞ্চ ম্যানেজার সাকিব হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরিয়া ম্যানেজার মকবুল হোসেন জানান, বন্ধনের সদস্য ও ঋণ গ্রহীতা খড়মপুর গ্রামের মোজাফফর রহমানের স্ত্রী সেলিনা খাতুন চলতি মাসের ৯ জুলাই সড়ক দুর্ঘটনায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এরই প্রেক্ষিতে সেলিনার স্বামী মোজাফফর রহমান সংস্থার নির্বাহী পরিচালক বরাবর ঋণের টাকা মওকুফ ও জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরতের আবেদন করলে নির্বাহী পরিচালক মহোদয় মঞ্জুর করেন।
কেআই/