মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা এবং বসত ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড উপজেলা ১নং সৈয়দপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মহানগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মীর জেবল হোসেনের স্ত্রী বৃদ্ধা রাহেলা আক্তার (৫০)। রোববার (১৯ জুলাই) বেলা এগারটায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় রাহেলা আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মীর সাকিব হোসেন।
রোকসানা আক্তার বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুলাই সকালে এলাকার স্থানীয় সন্ত্রাসী মীর নোমান, মীর মোশারফ হোসেন প্রকাশ ইলিয়াছ, তোফায়েল আহম্মদসহ অজ্ঞাত আরও ৪/৫ সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বাঁধা আমি দিতে গেলে মীর সাকিব হোসেন (১৭) এবং আমি রাহেলা বেগম (৫০) আহত হয়। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা, গুমসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। এর প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে গত ১৭ জুলাই সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি দায়ের করি।
তিনি আরও বলেন, আমার ছেলে মীর লবিব হোসেন পুলিশে চাকরি করার সুবাধে বাড়িতে না থাকায় তার স্ত্রীর উপর হামলা চালিয়ে অশ্লীলতা করে। তারা হুমকি দেয় যে আমার ছেলের পুলিশের চাকরি তারা খেয়ে ফেলবে।
এ ঘটনায় রোকসানা আক্তার স্মৃতি বাদী হয়ে থানায় আরেকটি এজাহার আকারে অভিযোগ করি। আমরা মুক্তিযোদ্ধা এবং পুলিশ পরিবার সন্ত্রাসীদের ভয়ে দিনযাপন করছি। তারা যেকোন মূহুর্তে আবারও আমাদের উপর হামলা করতে পারে। সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকসানা আক্তার স্মৃতি, মীর সাকিব হোসেন, মো. শহিদুল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
কেআই/