ঢাকা, শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৯ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে‘দৈনিক আজকের সাতক্ষীরা’সম্পাদকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলুর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা শহরস্থ আটপুকুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মহসিন হোসেনের বয়স হয়েছিল ৫৮ বছর। রোববার দুপুরে মরহুমের ভাগ্নে জি এম মাসুদুজ্জামান গণমাধ্যমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন মহসিন হোসেন বাবলু। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাত ২টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

এদিকে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক মহসিন হোসেন বাবলুসহ তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে- সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। 
কেআই/