প্রয়াত লেঃ কর্ণেল আনোয়ারুল আজীম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

লেঃ কর্ণেল আনোয়ারুল আজীম এর স্মরণে সন্দ্বীপে খতমে কোরআন ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মিলাদ মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজীম গত (৯ জুলাই) সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। দীর্ঘ একমাস করোনার সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন এই সেনা কর্মকর্তা। তাঁর মৃত্যুতে জন্মস্থান সন্দ্বীপসহ চট্টগ্রাম-ঢাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত পরোপকারী মানুষ ছিলেন।
প্রয়াত এই কৃতিসন্তান সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আজিজ উল্লাহ (বি.এ)'র দ্বিতীয় সন্তান।
কেআই/