মোদীর আশ্বাসে বাংলাদেশ আস্থা রাখছে
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১০ এপ্রিল ২০১৭ সোমবার

মমতা বন্দোপাধ্যায় তিস্তা চুক্তি না চাইলেও নরেন্দ্র মোদীর আশ্বাসে বাংলাদেশ আস্থা রাখছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ চুক্তি হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। চার দিনের ভারত সফরের শেষ দিন দিল্লীতে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। পরে আরেক অনুষ্ঠানে ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি।
চার দিনের ভারত সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকসহ বেশকিছু রাষ্ট্রীয় কর্মসূতিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সফরের শেষ দিন সোমবার সকালে নয়া দিল্লীতে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারতীয় বিজেপির শীর্ষ নেতা এল কে আদভানিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে যৌথ পানিসম্পদকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। দুই দশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ জানান তিনি।
দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানিবণ্টন চুক্তি মোদি সরকারের সময়ই বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ সেদিকেই তাকিয়ে আছে।
পরে দু’দেশের ব্যবসায়ীদের অংশগ্রহনে আয়োজিত বিজনেস সামিটে প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।
বিএনপির বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা দেশ বিক্রির কথা বলে তারা অর্বাচিন ও অজ্ঞ।