ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

১৪২৪ সালকে বরণে উন্মুখ উৎসবপ্রিয় বাঙালী

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

প্রাপ্তি-অপ্রাপ্তি হিসেব চুকিয়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরো একটি বছর। ১৪২৪ সালকে বরণে উন্মুখ উৎসবপ্রিয় বাঙালী। জঙ্গীবাদের নৃশংসতা কিংবা উগ্রমৌলবাদের অন্ধকার ছায়া যেন নতুন বছরে প্রভাব না ফেলে এ প্রত্যাশা সবার। রয়েছে অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। 

বিদায়ী বছরের সব গ্লানি পিছনে ফেলে নতুন সূর্যোদয়ের সাথে থাকবে একটা নতুন সকাল, নতুন স্বপ্ন। একটা নতুন বছর। ১৪২৪ সাল।

সংস্কৃতমনা বাঙালীর মনে দাগ কাটে পুরাতন স্মৃতি। প্রাপ্তির তৃপ্তি যেমন আছে, তেমনি রয়েছে অপ্রাপ্তির বেদনা। সংস্কৃতি ধ্বংশের ষড়যন্ত্রকারীদের সর্বোচ্চ শাস্তি বছরের বড় প্রাপ্তি যোগ।
তবে রয়েছে চারুকলার দেয়ালে বাঙলার ঐতিহ্য মুছে ফেলার ক্ষোভ।

তবুও প্রত্যাশা সুন্দরের। নতুন বছরে যেন মৌলবাদের ছায়া না পড়ে, যেন ভিন্ন সংস্কৃতি গ্রাস না করে বাঙলার লোকজ সংস্কৃতি।

বিদায়ী বছরে মঙ্গল শোভাযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বার্থক বাঙালী। সেরা প্রাপ্তিযোগও।

নতুন বছরে সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র প্রতিহত করার কার্যকরী উদ্যোগ দেখতে চায় বাঙালী।