ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বরখাস্ত প্রধান শিক্ষককে পুনর্বহাল বাতিলের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

সিরাজগঞ্জে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের নানা অনৈতিক কাজের কারণে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মজিদকে পুনর্বহাল বাতিলের দাবিতে অভিভাবক, শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। 

বুধবার দুপুরে স্কুল ফটকের সামনের রাস্তায় এই মানববন্ধন কর্মসুচ পালন করে। এসময় ফেষ্টুন-প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তখন অভিভাবক মমতাজ হাসান রিটু, শহিদুল ইসলাম শহিদ, রুবেল হাসান, শিক্ষক আব্দুল আলিম, প্রমুখ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ইতিপুর্বে আব্দুল মজিদ স্কুলের প্রধান শিক্ষক থাকা কালে প্রতিষ্ঠানের তহবিল আত্মসাৎসহ নানা অনৈতিক কাজে বিতর্কিত হন। এ কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে কয়েক বছর আগে বহিস্কার করে। পুনরায় আবারও সে এখানে যোগদানের পায়তারা করছে। যা উপজেলাবাসী কোন ভাবেই মেনে নিতে পারছেনা। এজন্য সকল অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। আমরা লম্পট মজিদকে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে কোনভাবেই যোগদান করতে দেব না। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
কেআই/