ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

উৎসব আয়োজন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০০ পিএম, ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

রাত পোহালেই পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪২৪ বরণে প্রস্তুত বাঙালী জাতি। ঐতিহ্যবাহী রমনা বটমুলে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। মঙ্গল শোভাযাত্রার অনুসঙ্গে দেয়া হচ্ছে রং তুলির শেষ আঁচর। এসব উৎসব আয়োজন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্ভয়ে অংশ নেয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বাঙালির সবচেয়ে বড় উৎসব নববর্ষ বরন। রাজধানীসহ সারাদেশেই রয়েছে বর্ণাঢ্য সব আয়োজন। সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আকাঙ্খার প্রতিক মঙ্গল শোভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ আয়োজন ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় এবার বেশি তাৎপর্য বহন করছে বলে জানান আয়োজক ও শিল্পীরা।
‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ প্রতিপাদে পহেলা বৈশাখ সকাল ৯টায় শুরু হবে মঙ্গল শোভাযাত্রা।
এদিকে রমনা বটমূলে বৈশাখ বরণ মঞ্চ নির্মান শেষ। আয়োজকরা অনুষ্ঠানের মহড়াও করে ফেলেছেন। সুর্যোদয়ের সাথে সাথে ভোরের স্নিগ্ধতায় শুরু হবে ছায়ানটের বৈশাখী উৎসব।
নববর্ষের উৎসব-আয়োজনকে ঘিরে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। সার্বক্ষনিক পর্যবেক্ষনের জন্য যুক্ত করা হয়েছে পর্যাপ্ত সিসি কামেরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে, সবাইকে স্বতস্ফুর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয়ার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশাপাশের এলাকার সব সড়ক বন্ধ থাকবে উল্লেখ করে বিকল্প পথ ব্যবহারের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।