ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

শপথ পাঠ করেছেন নয়া এমপি সাহাদারা-শাহিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

শপথ বাক্য পাঠ করছেন সাহাদারা মান্নান ও শাহিন চাকলাদার- সংগৃহীত

শপথ বাক্য পাঠ করছেন সাহাদারা মান্নান ও শাহিন চাকলাদার- সংগৃহীত

জাতীয় সংসদের দুইটি আসনে উপনির্বাচনে জয়ী হয়ে শপথ বাক্য পাঠ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাহাদারা মান্নান ও শাহিন চাকলাদার। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) থেকে সাহাদারা ও যশোর-৬ (কেশবপুর) আসন থেকে শাহিন জয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। 

গত ১৪ জুলাই এ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাহাদারা মান্নান ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমদ খানের উপস্থাপনার শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন প্রমূখ। 

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনে টানা তিন বারের সংসদ আব্দুল মান্নান মারা গেলে আসনটি শূন্য হয়। নতুন সাংসদ সাহাদারা মান্নান আব্দুল মান্নানের স্ত্রী। অন্যদিকে গত ২১ জানুয়ারি যশোর-৬ এর সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেলে তার আসনটি শূন্য হয়। 

এমএস/এসি