মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে উৎসবপ্রিয় বাঙালী
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার

সকল অমঙ্গল দূর করে সুন্দর ও সত্য প্রতিষ্ঠার ব্রত নিয়ে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে উৎসবপ্রিয় বাঙালী। মৌলবাদ ও জঙ্গীবাদের ছায়া মাড়িয়ে জাতিকে কলুষমুক্ত করার প্রত্যয় এ মঙ্গল শোভাযাত্রায়। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো রিপ্রেজেনটেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে মঙ্গল শোভাযাত্রাকে।
বৈশাখী উৎসবে মঙ্গল শোভাযাত্রায় প্রতীকী অনুষঙ্গ বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতির ভিন্ন ভিন্ন রুপ ধারন করে। ১৯৮৯ সালে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতীকি আয়োজনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার শুরু।
অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার হয়ে ন্যায় প্রতিষ্ঠায় বাঙলার সাহসিকতায় ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রার। মৌলবাদের ভয়াল থাবা চিরায়ত কৃষ্টির ক্ষতি করতে পারবে না।
বর্ষবরণের বৈচিত্র মুগ্ধ করেছে ভীনদেশীদেরও।
ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর উর্ধ্বে থেকে বাঙালী পরিচয় নিয়েই উৎসবে একত্রিত সবাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিবারের দিনরাত পরিশ্রমে নির্মিত এসব প্রতীকি অনুষঙ্গ।
ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই এই মঙ্গল শোভাযাত্রা।