নবাবগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোকসভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৪ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

ঢাকার নবাবগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেণ নবাবগঞ্জ প্রেসক্লাব।
সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল ছিলেন, একজন খাটি দেশ প্রেমিক। তার ৪৬ বছর বয়সে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়েছেন অত্যন্ত মেধা দিয়ে। তিনি যা কিছু করেছেন সব দেশের ভিতরে করেছেন। দেশের বাহিরে সে কোন কিছু করেননি। তিনি ছিলেন নবাবগঞ্জের গর্ব।
ক্লাবের সিনিয়র সহসভাপতি সাহিদুল হক খান ডাবলুর সভাপতিত্বে শোকসভা পরিচালনা করেণ সহ-সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন,নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন সুমন, আজহারুল হক, শেখ সালাউদ্দিন বাচ্চু, ফজলুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিপ্লব ঘোষ, কাজী সোহেল, সাদের হোসেন বুলু, শাহিনুর রহমান, ফিরোজ হোসেন, নাজমুল হোসেন।
উল্লেখ্য, ১৩ জুলাই বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
কেআই/