ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কা করছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ০১:০০ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

উইলিয়াম এভনিনা

উইলিয়াম এভনিনা

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক উইলিয়াম এভনিনা হুশিয়ার করে দিয়েছেন যে, রাশিয়া, চীন, ইরানসহ আরও কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। চলতি বছরের ৩ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

এভনিনা বলেন, ‘এসব দেশের কূচক্রী দল প্রার্থীদের ব্যক্তিগত যোগাযোগ, রাজনৈতিক প্রচারণা, প্রার্থীদের খবরাখবর ও রাজনৈতিক লক্ষ্য সম্পর্কিত অনুসন্ধান শুরু করেছে।’ 

পরিচালক এভনিনা বিশেষত রাশিয়া, চীন ও ইরান সম্পর্কে সবিশেষ উদ্বেগ প্রকাশ করেন কারণ এসব দেশ আগেও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপের নজির রেখেছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। 

এর আগেও মার্কিন কর্মকর্তাদের একই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান, বেইজিং ও মস্কো।

পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ উত্থাপন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের পক্ষে সহানুভূতি আদায় করা হচ্ছে ওয়াশিংটনের মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে একাধিক নির্ভরযোগ্য জনমত জরিপে দেখা গেছে ট্রাম্প তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন।

এমএস/