ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

প্রাণ-প্রকৃতিতে ছড়াচ্ছে বর্ষার রূপ মুগ্ধতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

ভরা বর্ষায় আকাশ জুড়ে সাদা-কালো মেঘের আনাগোনা। হঠাৎ বৃষ্টিতে স্নাত প্রকৃতি। মাঝে মাঝেই মেঘ ফুঁড়ে সুর্য কিরণ আলোকিত করছে ধরনীকে। বর্ষার রূপ মুগ্ধতা ছড়াচ্ছে প্রাণ-প্রকৃতিতে। বরিষধারায় ধুয়ে যাক মহামারির ক্ষণ। পৃথিবীতে ফিরুক খুশির জোয়ার। 

এটি শরতের আকাশ নয়। ভরা বর্ষায় শরতের অপেক্ষা। সাদা কালো মেঘেদের খেলা। হঠাৎ এক পশলা বৃষ্টি। হঠাৎই আবার মেঘ সরিয়ে দিগন্ত আলো করে ওঠে সূর্য।

বাঙ্গালি জীবনে আনন্দ, বেদনা, মধুর স্মৃতির সাথে মিশে আছে দিগন্ত জোড়া নীলআকাশ। বাংলা সাহিত্যে বর্ষার আকাশ আছে, গান কবিতায়ও আছে বর্ষা। 

বর্ষা বন্দনা আছে কবিগুরুর সৃষ্টিতেও। 
শ্রাবণের রাতে আবেগতাড়িত হতেন কাজী নজরুল ইসলাম। বাদল দিনও আছে কবির গানে।

কবিতায় প্রকৃতির রুপ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন জীবনানন্দ দাশ। জল-বরষার সাথেও তার প্রেম ছিল গভীর।  
হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মেও বর্ষা আছে দারুণভাবে। নির্মাতা হুমায়ূনও বর্ষাকে বেঁধেছেন সেলুলয়েডের ফিতায়। 

বর্ষায় ধুয়ে যাক মহামারির কাল। এবার বর্ষা বন্দনায় আসুক সেই আহ্বান। 

কবি অসীম সাহা বলেন, আকাশের খন্ড খন্ড মেঘ নিয়ে কালীদাসের মেঘদূতের মতো কবিতা তারা লিখেন ‘বরিষ ধরা মাঝে আসুক শান্তির বারি’। করোনাকালে এই হোক- বিশ্ববাসীর প্রার্থনা।

এসইউএ/এমবি