ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

হরিণের মাংসসহ সুন্দরবন থেকে নৌকা জব্দ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

সুন্দরবনে হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। আজ রোববার করমজন পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচারের সময় এগুলো আটক করা হয়। 

প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ‘রোববার ভোরে বনের চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাচ্ছিল। এ সময় বন প্রহরীরা নৌকা দুটিকে থামাতে বললে সংঘবদ্ধ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকা আটক করে তল্লাশি চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা, দুটি নৌকা এবং হরিণ শিকারের সরঞ্জম জব্দ করা হয়।’

তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। 

তিনি জানান, ‘জব্দকৃত হরিণের মাংস খুলনায় আদালতে প্রেরণ করা হবে। বন আইনে মামলা দায়ের শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত মাংসগুলো বিনষ্ট করা হবে।’

এর আগে গত ৪ জুলাই বন সংলগ্ন চিলা এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা ও একটি নৌকা জব্দ করেছিল বন বিভাগ।

এআই//এমবি