আজ দেশের বিভিন্নস্থানে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৭ শনিবার

পঞ্জিকা অনুসারে আজ দেশের বিভিন্নস্থানে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। চলছে হালখাতার আয়োজন। এ’ উপলক্ষে পুরান ঢাকার হিন্দু ব্যবসায়িরা খুলেছেন, হিসেবের নতুন খাতা। বাসা-বাড়িতেও ছিলো নানা আয়োজন। নববর্ষকে কেন্দ্র করে পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
পঞ্জিকা মতে, শনিবার নববর্ষ উদযাপন করেন অনেকে।
নববর্ষ এবং হালখাতাকে কেন্দ্র করে ধুঁয়ে-মুছে সাজানো হয় দোকান। পুরনো হিসেব চুকিয়ে খোলা হয় নতুন খাতা।
রাজধানীর শাঁখারিবাজার, তাঁতীবাজার, ইসলামপুরসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে বরণ করা হয় নতুন বছরকে।
নববর্ষকে কেন্দ্র করে সব ব্যবসা প্রতিষ্ঠানেই ছিল নানা আয়োজন। ক্রেতাদের করানো হয় মিষ্টিমুখ।
হালখাতাকে কেন্দ্র করে শেষ মুহুর্তে হিসেবের খাতা কিনতে দেখা যায় অনেককে।
বর্ষবরণে দিনের হেরফের হলেও, নতুন বছরে সবার মধ্যে ছড়িয়ে পড়–ক সম্প্রীতির বার্তা- এই প্রত্যাশা সবার।