দূরপাল্লার বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

দূরপাল্লার বাসে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। যাত্রীদের এমন অভিযোগ থাকলেও তা অস্বীকার করেছে বাস কর্তৃপক্ষ। কেবল শারীরিক দূরত্বের বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছেন তারা।
রাজধানীর গাবতলীতে দূরপাল্লার বাস কাউন্টার। করোনা সংক্রমনের প্রভাবে এবছর যাত্রী সংখ্যা কিছুটা কম হলেও ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, বাসে ওঠার সময় কোন জীবাণুনাশক ব্যবহার করা হচেচ্ছনা। এমনকি বাসের সিটেও জীবাণুনাশক ছিটানো হচ্ছেনা বলে সন্দেহ তাদের।
বাসের যাত্রীদের অভিযোগ সামাজিক দুরত্ব বজায় রাখতে বাসে দুই জনের সিটে একজন বসলেও জীবানু নাশক এবং আনুষাঙ্গিক কোন কিছুরই ব্যবস্থা করছেন না কিন্তু যাত্রীরা নিজেদের সচেতনাবোধ থেকেই যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করছেন।
এদিকে বাস কর্তৃক্ষের দাবি, বিধি মেনেই যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছেন। কিন্তু বাস কর্তৃপক্ষ জানালেন, নিরাপত্তার জন্য তারা হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন দিচ্ছেন এবং যাদের মাস্ক আছে তাদেরকেই গাড়ীতে উঠাচেছন।
ঈদযাত্রার এই সময়ে দুরপাল্লার বাসে কর্তৃপক্ষের নজরদারি দাবি করেছেন যাত্রীরা।
ভিডিওতে পুরো নিউজটি দেখুন-
এসইউএ/এসি