ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

দৌলতদিয়া ফেরি চলাচলে বিঘ্নিত,যাত্রীদের ভোগান্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দৌলতদিয়া পয়েন্টে ঘাট সংকট দেখা দিয়েছে। এতে ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে। এদিকে ঘাট সংকট থাকায় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহি পরিবহনের দীর্ঘ সারি রয়েছে। 

জানা যায়, দৌলতদিয়া পারে ৬টি ফেরি ঘাট রয়েছে। এর মধ্যে ১ ও ২নং ফেরিঘাট দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ৩নং ফেরি ঘাট বন্ধ। ৬নং ফেরি ঘাটে মাত্র ১টি পকেট রয়েছে। স্রোতের কারণে যে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগে অনেক বেশি এবং রোরো ফেরি ভিরতে পারে না। ৫নং ফেরিঘাটে ৩টি পকেটের মধ্যে মাত্র ১টি পকেট সচল রয়েছে। ৬নং ফেরিঘাটে রোরো ফেরি ভিড়তে পারে না। ঘাটগুলোতে নানা প্রকার সমস্যা থাকায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো.আবু আব্দুল্লাহু রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। তবে ঘাট সংকটের কারণে ঘাটে কিছু যাত্রীবাহী পরিবহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে। 
কেআই/