জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৭ রবিবার

জঙ্গিবাদ ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে, তাদের আইনী সহায়তাসহ সব ধরণের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে, দেশব্যাপী জঙ্গি দমন অপারেশনে নিহত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে সরকার যে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী তা অনুসরণ করছে পুলিশ বাহিনী।
সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে নগদ অর্থ ও সম্মাননা প্রদানে এ অনুষ্ঠান আয়োজন করে পুলিশ সদর দপ্তর।
এ’সময় পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় পুলিশ যেমন সবার আগে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, তেমনি জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ বাহিনী লড়াই করছে।
আইন-শৃংখলা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে সর্বাতœক লড়াই করছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নিত করা হচ্ছে। সময়মত তাদের আইনের আওতায় আনা হবে।
সিলেটের আতিয়া মহলে জঙ্গি অভিযানে নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে পুলিশ সদস্যদের ২০ লাখ করে ৪০ লাখ টাকা অনুদান দেয়া হয়। এছাড়া, সিলেট মেট্রোপলিট্রন পুলিশের পক্ষ থেকে ৪ লাখ টাকা করে দুই পরিবাকে ৮ লাখ টাকা দেয়া হয়।