ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌ-প্রধানের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন নব-নিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল (Mohammad Shaheen Iqbal)।

রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্রবাহিনীর উন্নয়নে ফোর্সেস গোলস্ ২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকশ বাহিনীতে পরিণত হয়েছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন যে, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরো  আধুনিক, প্রযুক্তিজ্ঞান সম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।

এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতিও নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

এনএস/