মিথ্যা তথ্য দিয়ে জামিন নেয়ার দায়ে আইনজীবী ও তার সহযোগীকে গ্রেফতার
প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৪:৪৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৭ রবিবার

জালিয়াতির মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিন নেয়ার দায়ে এক আইনজীবী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতকাল সকালে রাজধানীর বংশালের চাঁনখান পুল থেকে অ্যাডভোকেট আবদুস সামাদ ও তার মুহুরী বনি আমিনকে গ্রেফতার করা হয়। তারা অর্থের বিনিময়ে মামলার নথিপত্র জালিয়াতি করে আদালতে উপস্থাপন করে দুর্ধর্ষ অপরাধী ও বড় বড় মাদক ব্যবসায়ীদের জামিনে বের করে আনে। এ’সময় আসামীদের কাছ থেকে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালতের এবং বিভিন্ন জেলখানার দায়িত্বশীল জেলারদের সীলসহ মোট ৮১টি সীল এবং জালিয়াতির মাধ্যমে বের করে আনা ১৩টি মামলার কাগজপত্র উদ্ধার করে পুলিশ।