চাল ৩৪ টাকা এবং ধান ২৪টাকা কেজি দরে কিনবে সরকার
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৬ এপ্রিল ২০১৭ রবিবার | আপডেট: ০৫:০৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৭ রবিবার

৮লাখ মেট্রিক টন বোরো চাল এবং ৭ লাখ মেট্রিকটন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিকেজি চালের দাম নির্ধারিত হয়েছে, ৩৪ টাকা এবং ধান ২৪টাকা। আর, ২৮ টাকা কেজি দরে, ১ লাখ মেট্রিকটন গম কেনা হবে এবারের মৌসুমে। সচিবালয়ে,খাদ্যমন্ত্রণালয়ে, খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির এ সিদ্ধান্তের কথা জানান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
গেল বছরের মত এবারো, সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ও গম কিনবে সরকার। এবারের বিশেষত্ব হলো, এই মূল্য সরাসরি কৃষকের নামে, ‘একাউন্ট পে’ এর মাধ্যমে পরিশোধিত হবে।
এবারে, ৮ লাখ মেট্রিকটন বোরো চাল এবং ৭ লাখ মেট্রিকটন ধান কেনা হবে। এর মধ্যে, ১ লাখ মেট্রিকটন। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে, ২রা মে থেকে ৩১ শে আগষ্ট পর্যন্ত।
খাদ্যমন্ত্রণালয়ে, খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে, সাংবাদিকদের অবহিত করেন খাদ্যমন্ত্রী।
আর, ২৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয়েছে। সংগ্রহ চলবে, ১৮ এপ্রিল থেকে ৩ শে জুন পর্যন্ত।
বন্যা ও পাহাড়ি ঢলের কারণে, নেত্রকোনা ও সুনামগঞ্জের ফসলের ক্ষতি মূল উৎপাদন লক্ষ্যমাত্রা, ১ কোটি ৯ লাখ ৩৩ হাজার মেট্রিকটন খাদ্যশষ্য অর্জনে কোন প্রভাব ফেলবে না বলেও জানানো হয়।
ধরন পরিমান (মেট্রিকটনে) প্রতিকেজি দর সংগ্রহ চলবে উৎপাদন খরচ
বোরো চাল ৭ লাখ মেট্রিকটন ৩৪টাকা ০২ মে-৩১শে আগস্ট ৩১টাকা
আতপ চাল ১ লাখ মেট্রিকটন ৩৩ টাকা ০২ মে-৩১ শে আগস্ট ৩১টাকা
বোরো ধান ৭ লাখ মেট্রিকটন ২৮ টাকা ১৮এপ্রিল-৩০ শে জুন ২২ টাকা