ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

চলচ্চিত্রের দুঃসময়ে নায়করাজকে স্মরণ করলেন শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ১১:৫৬ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার

করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস দেশিয় সিনেমা নির্মাণ ও প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এরই মাঝে চলচ্চিত্র অঙ্গনে দেখা দিয়েছে রেষারেষি।

সম্প্রতি বিভিন্ন সংগঠন, অভিনয়শিল্পী ও প্রযোজক-পরিচালকরা পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সরব হয়েছেন। বয়কট করা হয়েছে শিল্পীসমিতির সভাপতি ও সম্পাদককে। এ সব বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের উদ্বেগ প্রকাশ করলেন নম্বার ওয়ান শাকিব খান। এই পরিস্থিতিতে তিনি স্মরণ করলেন ঢাকাই সিনেমার রাজা নায়করাজ রাজ্জাককে। 

শাকিবের মতে, এই কিংবদন্তি অভিনেতা বেঁচে থাকলে দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যেতো। বাংলা চলচ্চিত্র এগিয়ে যেতো আরও অনেক দূর।

শাকিবের ভেরিফায়েড ফেইসবুকে পেজে মঙ্গলবার দিবাগত রাতে রাজ্জাকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করা হয়।  

ক্যাপশনে বলা হয়, “চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্যি আজ আপনার কথা খুব মনে পড়ছে। আপনি বেঁচে থাকলে আপনাকে সঙ্গে নিয়ে হয়তো চলচ্চিত্রকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারতাম এবং সব সমস্যার খুব দ্রুত সমাধান করে ফেলতাম। হে পরম শ্রদ্ধেয় ওপারে অনেক ভালো থাকেন, শান্তিতে থাকেন আমাদের নায়করাজ রাজ্জাক।”

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট মারা যান নায়করাজ। তার সঙ্গে বেশ কিছু জনপ্রিয় ছবিতে পর্দা ভাগাভাগি করেছেন শাকিব।
এসএ/